মগ্ন বিলাস

 Applause 

 

বিষন্ন দুপুরের কর্কশ রোদ উপেক্ষা করে;

পালকের উষ্ণতা ছড়িয়ে উড়ে যায়-

এক ঝাঁক বিহঙ্গ প্রগাঢ় নীলিমায়।

পল্লবিত গাছের শাখায়,

দোলনা ঝুলিয়ে গান করে

লাল-নীল পরী।

শিশির সিক্ত ঘাস মাড়িয়ে 

কাস্তে হাতে পথ পাড়ি দেয় 

একদল কৃষক। 

সম্রাজ্য হারিয়ে উদভ্রান্ত একদল

অবিরাম খুঁজে ফেরে-

সমুদ্র ক্যাসেল।

লোকালয় ছেড়ে দূরে বহুদূরে-

কোথায় ছুটে চলে

বন্ধনহীন ভীনদেশী মন।

হঠাং এক ঝলক ঠান্ডা হাওয়ায়

হারিয়ে যায় অপলক দৃষ্টি।

আলো আঁধারি নীল জ্যোস্নায় 

মগ্ন বিলাস-

আজন্ম প্রতীক্ষার এই সব দিন রাত্রি।

কেউ কি বলে,

কোন তরঙ্গে ফোটে ফুল-

হাওয়ায় শীশ দেয় জলমহল পাখি?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Online Earnings

Online earning